ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার জাদুরাণী বাজারে এ ঘটনা ঘটে।
Published : 22 Jan 2025, 05:06 PM
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জাদুরাণী বাজারে এ ঘটনা ঘটে বলে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান।
নিহত রুবেল (৩২) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর গ্রামের পটুয়াপারা এলাকার মো. খলিলের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জাদুরাণী বাজার এলাকায় মোটরসাইকেল চুরির সময় রুবেলকে ধরে ফেলে জনতা। পরে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রুবেলকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা নূর আলম বলেন, “মোটরসাইকেল চুরির অভিযোগে রুবেলকে যাদুরাণী বাজারের একটি বটগাছে দুইহাত বেঁধে ঝুলিয়ে পেটাতে থাকে জনতা। এই পিটুনিতেই তার মৃত্যু হয়েছে। সত্যিই এটি অমানবিক ঘটনা। সে চুরি করেছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া দরকার ছিল।
“এমন নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা কারও কাছেই কাম্য নয়। এর সঠিক বিচার হওয়া দরকার।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল।