গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

কারখানা কর্তৃপক্ষ জানায়, আগে মূল বেতনের ৪০ শতাংশ পরিশোধ করা হয়েছে; বাকিটা আগামী ২২ ফেব্রুয়ারি দেওয়া হবে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2024, 02:20 PM
Updated : 17 Feb 2024, 02:20 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স পোশাক কারখানার সামনে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক অবস্থান নিয়ে আন্দোলন করেন।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেতরে আটকে রাখেন।

শ্রমিকেরা জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত জানুয়ারি মাসের মূল বেতনের ৪০ শতাংশ প্রদান করে। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিয়ে বাকি ৬০ শতাংশ বেতনের দাবিতে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য স্টাফদের আটকে রাখেন। পরে মালিকপক্ষ ও পুলিশ আশ্বাস দিলে শ্রমিকেরা আন্দোলন বন্ধ রাখে।

কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতির এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ এবং কালিয়াকৈর থানা পুলিশ অবস্থান করছে।

গাজীপুর শিল্প পুলিশের কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, মাহমুদ জিন্স কারখানাটির শ্রমিকেরা বকেয়া বেতনের ও বাৎসরিক (অর্জিত) ছুটির টাকা পরিশোধের দাবিতে আন্দোলন করছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের সমুদয় বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকেরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে।

মাহমুদ জিন্স কারখানার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আরমান চৌধুরী বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদের মূল বেতনের ৪০ শতাংশ পরিশোধ করা হয়েছিল। বাকি ৬০ শতাংশ বেতন আগামী ২২ ফেব্রুয়ারি দেওয়া হবে।