ডাকাতদের মারধরে আহত নৈশ প্রহরীর মৃত্যু

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2022, 07:19 AM
Updated : 14 August 2022, 07:19 AM

যশোরের ঝিকরগাছা উপজেলায় ডাকাতদের মারধরে আহত এক নৈশ প্রহরীর মৃত্যু হয়ছে।

ঝিকরগাছা থানার এসআই গৌতম কুমার জানান, শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকেরা আব্দুস সামাদ নামের ওই প্রহরীকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুস সামাদের বয়স ৮০ বছর। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার বেড়েলা গ্রামে।

এসআই বলেন, “শনিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা বাজারের রাজাপট্টিতে ‘ঝিকরগাছা অটো ইলেকট্রিকাল ওয়ার্কস’ নামের একটি গাড়ির ব্যাটারির দোকানে ডাকাতরা হানা দেয়।

“এ সময় ৮/১০ জন ডাকাত অস্ত্রের মুখে চার নৈশ প্রহরীকে বেঁধে ফেলে এবং তাদের মুখ স্কচটেপ দিয়ে আটকে রাখে। পরে তাদের মারধর করে ডাকাতরা।”

খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ গিয়ে নৈশ প্রহরীদের উদ্ধার করে। এ সময় আব্দুস সামাদকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় বলে জানান গৌতম কুমার।

তিনি বলেন, মৃত ব্যক্তির কপালে আঘাতে চিহ্ন দেখা গেছে। তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

ঝিকরগাছা অটো ইলেকট্রিকাল ওয়ার্কসপের সত্ত্বাধিকারী খাইরুল ইসলাম বলেন, তার দোকান থেকে ডাকাতরা ২৫টি গাড়ির ব্যাটারি নিয়ে গেছে; যার মূল্য চার লাখ টাকা।