নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর নিচে বাইক, প্রাণ গেল কলেজ শিক্ষকের

তিনি একটি কলেজের আইসিটি বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2022, 05:28 PM
Updated : 27 Nov 2022, 05:28 PM

সুনামগঞ্জের ছাতকে বাইক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার জাউয়াবাজার বুকারভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে বলে ছাতক থানার ওসি মাহবুবুর রহমান জানান।

নিহত আব্দুস সালাম (৩৫) উপজেলার উত্তর বড়কাপন গ্রামের আলা উদ্দিনের ছেলে। তিনি জাউয়াবাজার কলেজের আইসিটি বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।

এ ঘটনায় আহত হন সাদিক মিয়া (২০) নামের তার এইচএসসি পরীক্ষার্থী ভাস্তে।  

স্থানীয়দের বরাত দিয়ে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক দুলাল মিয়া জানান, রোববার দুপুরের দিকে আব্দুস সালাম মোটরসাইকেলে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। তার ভাস্তে মোটরসাইকেলটি চালাচ্ছিল।

“জাউয়া বাজার পার হয়ে বুকারভাঙ্গা সেতু থেকে নামার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের পিলারে আঘাত করে। এতে দুজন ছিঁটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান সালাম।”

দুলাল মিয়া আরো জানান, আহত সাদিক মিয়াকে উদ্ধার করে উপজেলার কৈতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন এলাকাবাসী।

প্রশাসনিক অনুমতি সাপেক্ষে আব্দুস সালামের লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে বলে ওসি মাহবুবুর রহমান জানান।