সুনামগঞ্জে ‘বাড়ির সীমানা বিরোধে’ সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

এ ঘটনায় উভয় পক্ষের ২০ জনকে আটক করেছে পুলিশ।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 12:59 PM
Updated : 11 March 2024, 12:59 PM

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ‘বাড়ির সীমানা নিয়ে বিরোধে’ দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও সাতটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ২০ জনকে আটক করেছে।

সোমবার সকালে উপজেলার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাল্লা থানার ওসি মিজানুর রহমান।

আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি মিজানুর রহমান জানান, সকাল ৯টার দিকে কান্দিগাঁও গ্রামের সেন্টু মিয়া ও মালেক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থামতে বললে তারা ওপর হামলা চালায়; এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও সাতটি টিয়ারশেল নিক্ষেপ করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে; তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেননি বলে জানান ওসি মিজানুর রহমান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই-সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, এ ঘটনায় ১৫ থেকে ২০ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষের পর উভয়পক্ষের লোকজন পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।