নিহতের স্ত্রী জানান, রাতে দোকান বন্ধ করে তার স্বামী বাড়ির গেটের সামনে আসলে দুর্বৃত্তরা হামলা চালায়।
Published : 14 Dec 2024, 12:40 PM
নাটোরের লালপুর উপজেলায় বাড়ির সামনে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ১১টার দিকে লালপুরের বামনগ্রাম এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার পরিদর্শক নুরুজ্জামান রাজু।
নিহত সাইফুল ইসলাম (৫৫) একই এলাকার এবাদ মুন্সির ছেলে।
নিহতের স্ত্রী হুসনেয়ারা বেগম ছবি বলেন, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তার স্বামী। বাড়ির সামনে গেটের সামনে আসলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুকে, গলায় এলোপাতাড়ি নির্মমভাবে কুপিয়ে তার স্বামীর মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
এ ঘটনায় হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্ত্রী ছবি।
লালপুর থানার পরিদর্শক নুরুজ্জামান রাজু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।