নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্রকে শোকজ

লক্ষ্মীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে ৫ জানুয়ারি অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2024, 05:31 PM
Updated : 4 Jan 2024, 05:31 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনে নির্বাচনি অনুসন্ধান কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে ঈগলের প্রার্থী সেলিনা ইসলামকে শোকজ করা হয়।

চিঠিতে ৫ জানুয়ারি অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।

নোটিসে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর এ আসনের নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলে মন্তব্য করেন ঈগল প্রতীকের প্রার্থী সেলিনা। যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ওইদিন সকালে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান গাজী অনুসন্ধান কমিটিতে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত এ খবর সত্য হলে, তা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে শোকজে উল্লেখ করা হয়।

প্রকাশিত সংবাদের বিষয়ে তদন্ত করে কেন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, তা জানতে ৫ জানুয়ারি প্রার্থীকে অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।