পুলিশ জানায়, বালু নামানোর জন্য গাড়িটি ঘুরাতে গিয়ে সেটি উল্টে নিচে চাপা পড়ে কাদেরুল মারা যান।
Published : 18 Feb 2024, 09:08 AM
ঠাকুরগাঁও সদরে বালুবাহী মাহেন্দ্র ট্রলি উল্টে প্রাণ গেছে এক শ্রমিকের; এতে আহত হয়েছেন গাড়ি চালক।
বুধবার দুপুরে সদর উপজেলার হাজিপাড়া এলাকায় বিজিবি ২-নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির।
নিহত ১৮ বছর বয়সি কাদেরুল ইসলাম পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া সরদার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। আহতের নাম শহিদুল ইসলাম (৩৫)।
ওসি ফিরোজ কবির বলেন, বোদা উপজেলার বড়রামপুর গ্রামের মো. সুমন মিয়া ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় বাড়ি নির্মাণ করছেন। সেখানে বালু নিয়ে আসেন শহিদুল ও কাদেরুল।
বালু নামানোর জন্য গাড়িটি ঘুরাতে গিয়ে সেটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে কাদেরুল ঘটনাস্থলেই মারা যান। আহত হন চালক শহিদুল।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৪ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]