আগামী জাতীয় নির্বাচনেও ইভিএমে ভোট নেওয়া উচিত বলে মনে করেন রংপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডালিয়া।
Published : 27 Dec 2022, 12:18 PM
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার জয়ের পক্ষে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
এই প্রার্থী বলেন, “জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। রংপুরের মানুষ আর ভুল করবে না, উন্নয়নের স্বার্থে তারা আমাকে ভোট দেবে।”
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মেয়র প্রার্থী ডালিয়া।
এ সময় জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করে বলেন, “ভোটের আগে জাপার প্রার্থী কী করে বলে দেন যে, সব ভোট তিনি পাবেন? এটা অদ্ভুত ধরনের কথা। আমি মনে করি, তার আগে থেকেই ভোট কারচুপির পরিকল্পনা আছে।”
এর আগে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর শাপলা চত্তর, জাহাজ কোম্পানি মোড় এলাকায় গণসংযোগের সময় বলেছিলেন, বিগত বছরগুলোতে মেয়র হিসেবে তার করা উন্নয়ন, জনসম্পৃক্ততা বিবেচনা করে লাঙ্গলের পক্ষে গণজোয়ার উঠেছে। এছাড়া এই নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকায় এবং জামায়াতের প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ায় নির্বাচন একতরফা হবে।
মঙ্গলবার সকাল ইভিএমে ভোট দেওয়ার পর আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া বলেন, “ইভিএম পদ্ধতি নিয়ে সবারই প্রশ্নবোধক চিহ্ন ছিল, তবে এসে দেখলাম জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
“আমি মনে করি, আগামী জাতীয় নির্বাচনেও এই পদ্ধতিতে ভোট নেয়া উচিত। খুব সহজেই ইভিএমে ভোট দেয়া যায়।”
পরে সকাল সাড়ে ১১টায় মোসলেম উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ভোট পরিদর্শনে যান আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।
সেসময় তিনি সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু ভোট হচ্ছে। ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন।”
তিনি আরও বলেন, “রংপুর নগরবাসী উন্নয়নের স্বার্থে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন। বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেওয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটি করপোরেশনকে গড়ে তুলব।”
কনকনে শীতের মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেওয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই সিটিতে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা এবং আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়ার পাশাপাশি আরও ৫ রাজনৈতিক দলের মনোনীত ও দুই স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৯ জন মেয়র পদে লড়ছেন।
সাধারণ কাউন্সিলর পদে ৩২ ওয়ার্ডে ১৮৩ ও ৩৩ ওয়ার্ডের ১১ সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৬৮ জন।
২০১২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর রংপুরে তৃতীয়বারের মতো নির্বাচন।
আরও পড়ুন
ইভিএমে ত্রুটি: জাপার মেয়র প্রার্থীর ভোট দিতে দেরি