স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
Published : 31 Oct 2024, 03:35 PM
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে।
বুধবার বিকালে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি এমরান মাহমুদ তুহিন জানান।
নিখোঁজ জুবায়ের (১২) রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।
ওসি এমরান মাহমুদ বলেন, “শিশু জুবায়েরসহ কয়েকজন শিশু নদীতে গোসলে নামে। এ সময় নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
“পরে স্থানীদের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালায়।”
বুধবার রাত পর্যন্ত তাকে খুঁজে না পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু করা হয়েছে বলে জানান তিনি।