বিক্রি করতে গিয়ে ২ কেজি গাঁজাসহ নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য আটক

ওসি আসাদ বলেন, “আটক দুই সদস্য আগেও পলাশপুরে এক কারবারির কাছে মাদক বিক্রি করেছেন বলে স্থানীয়রা জানায়।”

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2024, 03:02 AM
Updated : 2 March 2024, 03:02 AM

বরিশাল নগরীতে বিক্রি করতে গিয়ে প্রায় দুই কেজি গাঁজাসহ জনতার হাতে আটক হয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই সদস্য। পরে তাদের পিটুনি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।

সোমবার ভোরে নগরীর পলাশপুর ৫ নম্বর গলিতে স্থানীয়দের হাতে ওই দুজন আটক হন জানিয়ে কাউনিয়া থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।

আটকরা হলেন- অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের এসআই মো. ওবায়েদুল্লাহ খান ও সিপাহী মো. সবুর।

ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের হাতে ওই দুজন আটকের খবরে সেখানে গিয়ে এক কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ তাদের উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় কাউনিয়া থানার এসআই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

ওসি আসাদ আরও বলেন, “আটক দুই সদস্য আগেও পলাশপুরে এক কারবারির কাছে মাদক বিক্রি করেছেন বলে স্থানীয়রা জানায়। আজ সকালে আবার তারা মাদক বিক্রি করতে গিয়েছিলেন।”

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদকে একাধিকবার কল করা হলেও তার সাড়া মেলেনি। 

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]