ওসি বলেন, হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Published : 20 Oct 2023, 06:42 PM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় যুবদলের এক নেতাসহ চারজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান।
আহতরা হলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া।
তুষারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এবং বাকি তিনজনকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল বলেন, “জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা আপার সঙ্গে মিটিং শেষে হরিরামপুর ফেরার পথে তাদেরকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।”
ওসি আব্দুর রউফ বলেন, হামলার ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]