কালোবাজারিদের কাছ থেকে টিকেট না নেওয়ার আহ্বান রেলমন্ত্রীর

“রেলের টিকেট কালোবাজারিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2024, 10:50 AM
Updated : 26 March 2024, 10:50 AM

কালোবাজারিদের কাছ থেকে টিকেট না কাটার জন্য দেশবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের

কর্মসূচিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, “কালোবাজারিরা রেল ও দেশকে ধ্বংস করতে চায়। এরা অন্য কারো সহযোগিতা নিয়ে রেলওয়ের ক্ষতি করতে চায়।”

তিনি বলেন, “রেলের টিকেট কালোবাজারিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে ওই সিন্ডিকেটের বেশ কয়েকজন নেতাকে ধরা হয়েছে।”

কালোবাজারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে জানিয়ে তাদের কাছ থেকে টিকেট না কাটার জন্য দেশবাসীকে অনুরোধও জানান মন্ত্রী।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল উপস্থিত ছিলেন।