সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 May 2023, 12:45 PM
Updated : 1 May 2023, 12:45 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবির জানান, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০) ও আব্দুল বাতেন (৩৮) এবং মেয়ে রানু আক্তার (২২)।

ওসি বদরুল বলেন, বগুড়া থেকে অ্যাম্বুলেন্সে এক পরিবারের পাঁচজন ঢাকায় যাচ্ছিলেন। রয়হাটিতে অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।

আহত অপরজনের অবস্থাও গুরুতর। ধারণা করা হচ্ছে, তিনি অ্যাম্বুলেন্সের চালক। তাকে প্রাথমিকভাবে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সের রোগী মোস্তাফিজুর আহত হননি। নিহতদের সঙ্গে তার সম্পর্ক জানাতে পারেনি পুলিশ।

নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। বাস ও অ্যাম্বুলেন্স আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।