মৃতদের পরিবারের সদস্যরা জানান, দুজনকেই ঘুমন্ত অবস্থায় সাপে কামড়ায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
Published : 06 Sep 2024, 04:48 PM
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে এবং সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ ঘটনা ঘটে বলে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) বেলায়েত হোসেন জানিয়েছেন।
মৃতরা হলেন- বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী জান্নাত (১২) এবং সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে ও একই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আদিত্য (৭)।
প্রত্যক্ষদর্শী ও মৃতদের পরিবারের সদস্যরা জানান, জান্নাতকে রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপে কাপড় দেয়। এরপর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে বেশ কয়েকবার বমি করলে তাকে দ্রুত ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পরে পথেই মারা যায় আদিত্য।
এমন মৃত্যু কাম্য নয় জানিয়ে ইউএনও বেলায়েত সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন।