নারায়ণগঞ্জে হত্যার একযুগ পর স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন

এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক জানান।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2023, 12:27 PM
Updated : 24 May 2023, 12:27 PM

হত্যা মামলার প্রায় একযুগ পর স্বামী-স্ত্রীসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জের একটি আদালত।

বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন বলে ওই আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।

এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাবাসে থাকতে হবে।

আসামিরা হলেন- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মো. জাহাঙ্গীর (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৩৫) এবং জয়নাল আবেদীন (৪০)।

রায় ঘোষণার সময় তারা আদালতে হাজির ছিলেন।

মামলার নথির বরাতে আদালত পুলিশের পরিদর্শক জানান, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ির একটি মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে খুন হন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আটজনের সাক্ষ্য নিয়ে আদালত বুধবার এ রায় দেয়।

রায়ের পর আসামিদের কারাগারে পাঠানো হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান জানান।