সিলেটে সোমবার থেকে পরিবহন ধর্মঘটের ডাক

নাশকতার মামলায় দেড় মাস ধরে কারাগারে আছেন শ্রমিক নেতা আলী আকবর রাজন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2023, 02:13 PM
Updated : 22 Jan 2023, 02:13 PM

শ্রমিক নেতার মুক্তির দাবিতে সিলেট জেলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাক দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার সন্ধ্যায় সংগঠনের সভাপতি মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন প্রায় দেড় মাস ধরে কারাগারে বন্দি আছেন। তার মুক্তির দাবিতে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।  

“এই সময়ে সব ধরনের যানবাহন বন্ধ থাকবে। মঙ্গলবার থেকে সিলেট বিভাগেও এই কর্মসূচি চলবে।”

রাজন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পাশাপাশি তিনি শ্রমিক ইউনিয়নের বিভাগীয় কমিটিরও নেতা। গত ৭ ডিসেম্বর তিনি নাশকতার একটি পুরনো মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আরও বলেন, “রাজনৈতিক মামলায় দেড় মাস ধরে আলী আকবর রাজন কারাগারে থাকলেও তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।“