Published : 20 Feb 2024, 09:04 AM
নওগাঁর রাণীনগর উপজেলায় ডাকাতির ৯ ঘণ্টার মধ্যে লুট হওয়া মালামালসহ নয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গহেলাপুর (হিন্দু পাড়া) গ্রামের প্রণব সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার গহেলাপুর গ্রামের মমিন মণ্ডল (২৬), একই গ্রামের কবিরাজ পাড়ার মাসুদ রানা (২৮), নিশিন্দাকুড়ি পাড়ার মাসুদ রানা (৩২), হিন্দু পাড়ার স্বরণ আলী (২২), পশ্চিম গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন (৩৫), বিষ্নপুর গ্রামের এমদাদুল হক স্বপন (৩২), একই গ্রামের মুনছুর মণ্ডল (৩২), পশ্চিম চক বলরাম গ্রামের বুলেট (২৭), পূর্ব বালুভরা গ্রামের হাফিজুল ইসলাম (২৬)।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক বলেন, “শুক্রবার প্রণব সাহার স্ত্রী ময়না রাণী বাড়িতে একা ছিলেন। এ সুযোগ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৮-৯ জনের একটি দল বাড়িতে ঢুকে ময়না রাণীর হাত, পা ও মুখ বেঁধে ২৬ হাজার টাকা, পুজার সামগ্রী, ইমিটেশন চুরিসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
“এ ঘটনায় রাতেই প্রণব সাহা বাদী হয়ে রাণীনগর থানায় মামলা করেন। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। গ্রেপ্তাররা ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”
আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার রাশিদুল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও নওগাঁ সদর মডেল থানার ওসি আহসান বিন ফয়সাল উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]