শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এসব চালের মূল্য ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
Published : 15 Mar 2025, 05:32 PM
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ছয় হাজার ৭৭০ কেজি ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে বিজিবি।
শুক্রবার রাত ১টায় সীমান্তের শূন্য লাইন থেকে আনুমানিক সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে পালপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব চাল জব্দ করা হয় বলে জানিয়েছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিজিবির বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদলের অভিযানে এসব চাল জব্দ করা হয় ।তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা এসব চালের মূল্য ৩০ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
অধিনায়ক জাহিদ পারভেজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) দেশের সীমান্ত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে যেকোনো অবৈধ কার্যকলাপ কঠোর হাতে দমন করা হবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।