লক্ষ্মীপুর সদরে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা, মাইক ভাঙচুর

নির্বাচন মনিটরিং কর্মকর্তা বেগম ফারহানা ভূইঁয়া বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।”

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2023, 06:52 PM
Updated : 24 Dec 2023, 06:52 PM

লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদর আংশিক) আসনে স্বতন্ত্র এক প্রার্থীর প্রচারে বাধা ও মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

রোববার বিকালে রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের সাগরদী এলাকায় স্বতন্ত্র প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের নির্বাচনি প্রচারের সময় এ হামলার ঘটনা ঘটে বলে নির্বাচন মনিটরিং কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ বেগম ফারহানা ভূইঁয়া জানান।

সেলিনা ইসলামের প্রচারের দায়িত্বে থাকা অটোরিকশার চালক মনির বলেন, “ঈগল প্রতীকের প্রচারের সময় একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। গাড়ি ও মাইক ভাঙচুর করে।

সেলিনা ইসলাম সাংবাদিকদের বলেন, “আজকে ঈগল প্রতীকের প্রচারের সময় একদল সন্ত্রাসী গাড়ি ও মাইক ভাঙচুর করে। আমার কর্মীকে মারধর করে। বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছি।”

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করার কথা জানান নির্বাচন মনিটরিং কর্মকর্তা বেগম ফারহানা ভূইঁয়া।

তিনি বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানাব।”