নির্মাণাধীন বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পান নির্মাণ শ্রমিকরা।
Published : 18 Jan 2025, 09:26 PM
ঝিনাইদহে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশের সেফটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে সদর উপজেলার বাতপুকুরিয়া গ্রামে নির্মাণাধীন বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত রফিকুল ইসলাম রুবেল (২৬) ওই গ্রামের নুরুজ্জামান ওরফে পিন্টু মিয়ার ছেলে। তিনি ১১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শনিবার বিকালে গ্রামের নির্মাণাধীন বাড়ির পেছনে সেফটিক ট্যাংক থেকে দুর্গন্ধ পান নির্মাণ শ্রমিকেরা। পরে ট্যাংকির ঢাকনা খুলে রুবেলের লাশ দেখতে পান তারা।
খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে রুবেলকে হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।