টিন শেড ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়।
টাঙ্গাইলের বাসাইলে সড়কের পাশ থেকে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বাসাইল পৌরসভার কুমারজানীর গাজীরভাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাসাইল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
নিহত ৫৬ বছর বয়সী জুলহাস মিয়া টাঙ্গাইল সদর থানার বীর বোয়ালী এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
ওসি জানান, স্থানীয়রা গাজীরভাঙ্গা এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নিহতের হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
এ ছাড়া মরদেহের মুখসহ বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও জানান, লাশ পাওয়ার পর সঙ্গে থাকা ড্রাইভিং লাইস্যেন্স দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।