উল্লাপাড়ায় শয়নকক্ষে পুলিশ কনস্টেবল হত্যা

গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2023, 06:09 PM
Updated : 27 Feb 2023, 06:09 PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ শয়নকক্ষ থেকে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার রাতের কোনো এক সময় গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। 

নিহত কনস্টেবল মোয়াজ্জেম হোসেন (৫৯) উল্লাপাড়া থানায় কর্মরত ছিলেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের নবগ্রামের প্রয়াত জেফাদ আলীর ছেলে।

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবার দুপুরে প্রতিবেশীরা তাকে বিছানার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। এরপর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

তিনি জানান, ঘটনার রাতে বাড়িতে তিনি ছাড়া কেউ ছিলেন না। তার বসতঘরের দরজা বাইরে থেকে খোলা ছিল। সংবাদ পেয়ে পুলিশের পদস্থ কর্মকর্তা এবং পিবিআই ও ডিবির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।   

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, মোয়াজ্জেম হোসেনের চাকরি প্রায় শেষের দিকে হওয়ায় নিজ এলাকায় বদলি হয়ে এসেছেন। ঘটনার রাতে স্ত্রী ও ছেলে-মেয়েরা বাড়িতে না থাকায় তিনি একাই বাড়িতে ছিলেন। 

“গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” 

তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি; এ ঘটনার রহস্য উৎঘাটনে ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম তদন্ত শুরু করেছে।