ওসি বলেন, কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।
Published : 15 Mar 2025, 09:52 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে পালিয়ে আছেন মা।
কিশোরীর চাচা শনিবার এ বিষয়ে মামলা করেছেন বলে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান।
তিনি জানান, মামলায় কিশোরীর মা ও দুই যুবককে আসামি করা হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, কিশোরীর বাবা গ্রামে গ্রামে ঘুরে ভাঙ্গারির ব্যবসা করেন। বৃহস্পতিবার দুই যুবক কিশোরীকে ধর্ষণ করেন। শুক্রবার কিশোরী তার বাবাকে ঘটনাটি জানায়। এতে তার মায়ের সহায়তা ছিল। মামলার পর কিশোরীর মা ও অন্য আসামিরা এলাকা ছেড়ে গেছেন।
কিশোরীর বাবা সাংবাদিকদের জানায়, স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়াঝাটি হয়। তার মেয়ে একটি মাদরাসায় পড়াশোনা করে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।”