গত ৩০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় এই মামলা করা হয়েছিল।
Published : 23 Oct 2024, 11:41 AM
বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বিলপল্লীর চর খলসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে জানান নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম।
গত ৩০ জুলাই সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এস. এম. আরিফুল ইসলাম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে একটি মামলা করেন।
মামলায় দোহার-নবাবগঞ্জের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। যুবলীগ নেতা নূর আলম এ মামলায় ১৮৮ নম্বর আসামি।
মামলার এজাহারের বরাতে ওসি মমিনুল জানান, গত ৩০ জুলাই সকালে উপজেলার পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজ গেইটের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোটাসহ মিছিল নিয়ে হামলা করে। এ সময় বাদীকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ওসি আরও বলেন, মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আসামি নূর আলমকে আদালতে পাঠালে বিচারক রিমান্ড আবেদনের পরবর্তী শুনানির দিন ধার্য করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।