উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

পুলিশ জানায়, নিহত ইয়াছিন বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2024, 09:35 AM
Updated : 21 Feb 2024, 09:35 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইজিবাইকের ধাক্কায় পথচারী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান। 

নিহত সাত বছর বয়সি মো. ইয়াছিন উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি শামীম হোসেন বলেন, উপজেলার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশ পথের সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল ইয়াছিন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।