বিজিবি সদস্যরা আটকদের মোবাইল তল্লাশি করে স্থানীয় দালাল চক্রের পাঁচজনের পরিচয় জানতে পারে।
Published : 25 Oct 2024, 04:22 PM
ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার মধ্যরাতে আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
আটকরা হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাহাতাবপুর এলাকার বিজয় দাসের ছেলে অসিত চন্দ্র দাস (৩৯), একই এলাকার জগবন্ধু দাসের ছেলে জয়দেব দাস (৩৫), সোনাচান দাসের ছেলে সুজিত দাস (৩৫), জামালগঞ্জ থানার বিনাজুরা এলাকার ধর্মরাজ দাসের ছেলে নিখিলেস দাস (২৭) এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার গন্ডামারা এলাকার ভজেন্দ্র দাসের ছেলে ভূপেন্দ্র দাস (৩০)।
লেফটেনেন্ট কর্নেল মোশারফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবির টহল দল ফুলগাজী উপজেলার সীমান্ত পিলার-২১৮০/এমপি এর কাছে অভিযান চালায়। এ সময় পূর্ব বসন্তপুর উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে পাঁচ যুবককে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে আটকরা স্থানীয় দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে দালাল চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা আটকদের মোবাইল তল্লাশি করে স্থানীয় দালাল চক্রের পাঁচজনের পরিচয় জানতে পারে বলে জানান বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোশারফ।
এই চক্রের সদস্যরা হলেন- ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের হাড়ী পুচুরনীর বেহু মিয়ার ছেলে মো. ছলিম (৪২), একই এলাকার মো. রফিকুল ইসলাম (৩৫), মহিউদ্দিন (৩৪), মো. রাকিব (২০) ও মো. ইউনুস (৩৩)।
এর মধ্যে ছলিমের সঙ্গে যোগাযোগ করে সুনামগঞ্জ-নেত্রকোনার যুবকরা ভারতে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদের মধ্যে রফিকুল ও ইউনুস পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
লেফটেনেন্ট কর্নেল মোশারফ হোসেন আরও জানান, আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শুক্রবার আটকদের ফুলগাজী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ফুলগাজী থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, স্থানীয় পাঁচ দালালের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক পাঁচ যুবককে ভুক্তভোগী হিসেবে আদালতে পাঠানো হবে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।