আবুধাবিতে রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত নৈশভোজে প্রবাসী কমিউনিটি নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।
Published : 18 Oct 2023, 09:28 PM
দেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকারের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামে অংশ নিতে এসে মঙ্গলবার রাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বাসভবন বাংলাদেশ হাউজে আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি।
এসময় প্রবাসী কমিউনিটি নেতাদের উদ্দেশ্যে স্পিকার বলেন, “একাদশ জাতীয় সংসদের মেয়াদ উত্তীর্ণ হলে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই একটা সুষ্ঠু নিরপেক্ষ, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এবং শান্তিপূর্ণ পরিবেশে সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
২০২৪ সালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত তাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। সে লক্ষ্যে দুই দেশের সংসদেও যেন তা উদযাপন করা হয় সেই প্রস্তাব দিয়েছেন বলে জানান শিরিন শারমিন চৌধুরী।
তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে নেমে ২১ শতাংশ হয়েছে, দেশের শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা খুবই জোরদার।”
নৈশভোজে উপস্থিত ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন, রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর ও তার স্ত্রী সালমা জাফর, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং, সংযুক্ত আরব আমিরাত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকতা হুদা আফদা, দূতাবাসের মিনিস্টার আবদুল আওয়াল, দূতাবাসের মিশন উপ প্রধান মিজানুর রহমান, শ্রম কাউন্সেলর হাজেরা সাব্বির হোসেন, দ্বিতীয় সচিব মাজহার হোসেন, দুবাইয়ের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া।