নিউ ইয়র্কে ঢাবির শতবার্ষিকী উদযাপন

এতে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই শতাধিক অ্যালামনাই।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2022, 08:45 AM
Updated : 28 Nov 2022, 08:45 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন করেছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ যুক্তরাষ্ট্র শাখা।

শুক্র ও শনিবার নিউ ইয়র্কে লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ উদযাপনে অংশ নেন যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই শতাধিক অ্যালামনাই।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. আখতারুজ্জামান।

অতিথি ছিলেন অ্যালামনাইয়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল আলম পারভেজ চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লা কাওসার, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম এ মোহিত ও নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. মনিরুল ইসলাম। 

সমাবেশে মূল বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের নিউ অর্লিন্স ইউনিভার্সিটির এমেরিটাস অধ্যাপক মোস্তফা সারওয়ার।

বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাটর্নি অশোক কর্মকার, আয়োজনের প্রধান সমন্বয়ক মোল্লা মনিরুজ্জামান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সাঈদা আকতার লিলি।

উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য-সচিব গাজী সামসউদ্দিন, কো-কনভেনর মো. তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, এম এস আলম ও বিশ্বজিৎ চৌধুরী।