ঢাকায় সমমনা দল ও জোটের কয়েক ঘণ্টা গণঅবস্থান

সমমনারাও আগামী ১৬ জানুয়ারি বিএনপির মত মিছিল ও সমাবেশের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2023, 05:59 PM
Updated : 11 Jan 2023, 05:59 PM

যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোট ঢাকায় আলাদাভাবে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে।
বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং অন্য দল ও জোটগুলো ঢাকার অন্যান্য স্থানে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। সকালের দিকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর পর্যন্ত।

গণঅবস্থান থেকে বিএনপির মত সমমনারাও আগামী ১৬ জানুয়ারি মিছিল ও সমাবেশের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেয়।

সরকারের পদত্যাগ, একাদশ সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দাবিতে বিএনপির নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন শুরু করেছে, এটি তার দ্বিতীয় কর্মসূচি।

জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বর্তমান সরকারের বিরুদ্ধে সব বিরোধী দল ও জনগণ আন্দোলনের ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন।

এতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের রাশেদ খান বক্তব্য রাখেন।

বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে গঠিত ১২ দলীয় জোটের নেতাকর্মীরা বিজয় নগর পানির ট্যাংকের সামনের সড়কে অবস্থান নেন। কর্মসূচিতে অংশ নেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, এনডিপির আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, ইসলামিক পার্টির আবুল কাশেম ও জাগপার ইকবাল হোসেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে গণতান্ত্রিক বামি ঐক্য। এতে বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কবাদী-লেলিনবাদী) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দল হারুন আল রশিদ বক্তব্য রাখেন।

পুরানা পল্টনে সমমনা জাতীয়তাবাদী জোটের অবস্থান কর্মসূচিতে এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডিএলের সাইফুদ্দিন মনি, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের নুরুল ইসলাম, ন্যাপের এমএন শাওন সাদেকী বক্তব্য রাখেন।

কারওয়ান বাজারে এফডিসির কাছে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এলডিপি। দলের মহাসচিব রেদোয়ান আহমেদ, কেন্দ্রীয় নেতা নিয়ামূল বশির, এসএম মোরশেদ. কেকিউই সাকলাইন, মাহবুবুর রহমান, কারিমা খাতুন বক্তব্য রাখেন।

ঢাকার আরামবাগে হোটেল ইডেন কমপ্লেক্সে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুটপাতে গণঅবস্থান করে মোস্তফা মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম। দলের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সভাপতি পরিষদের সদস্য মহিউদ্দিন আবদুল কাদের, খান সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় নেতা আইয়ুব খান ফারুক, মুহাম্মদ ইয়াজদানি বক্তব্য দেন।