সাকি বলেন, তিনি বলেন, “নৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা মনে করি, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”
Published : 17 Jul 2024, 07:33 PM
পুলিশের বাধায় বায়তুল মোকাররম মসজিদে ঢুকতে না পেরে উত্তর গেইটের সড়কে গায়েবানা নামাজ পড়েছেন গণতন্ত্র মঞ্চসহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা।
বুধবার বিকালে গণতন্ত্রের মঞ্চের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ নেতৃবৃন্দ উত্তর গেইট দিয়ে বায়তুল মোকাররম মসজিদে ঢুকতে চাইলে পুলিশ গেইট বন্ধ করে রাখে। পরে তারা রাস্তার উপরে নামাজ আদায় করেন এবং মিছিল নিয়ে তোপখানা রোডে যান।
গায়েবানা জানাজায় অংশ নেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, জাগপার রাশেদ প্রধান, জাসদের নাজমুল হক প্রধান,লেবার পার্টির ফারুক রহমান প্রমুখ।
কোটা বিরোধী আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ডাকে বুধবার ঢাকাসহ সারাদেশে এই গায়েবানা জানাজা কর্মসূচি হয়।
দুপুরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সহাস্রাধিক নেতাকর্মী অংশ নেন গায়েবানা জানাজায়।
গায়েবানা জানাজার পর ক্ষোভ প্রকাশ করে সাকি বলেন, “গতকাল যে নারকীয়ভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে সামনা সামনি থেকে গুলি চালিয়ে হত্যা করা হলো। আমরা আজকে বাংলাদেশের জনগণ, অভিভাবক, রাজনৈতিক দলসমূহ তাদের জন্য একটা গায়েবানা জানাজা পড়তে এসেছি, তাদের জন্য দোয়া করতে এসেছি। এই পুলিশ সেই গায়েবানা জানাজাও পড়তে দিল না।
“এটাই বাস্তবতা দাঁড়িয়েছে এই সরকার মানুষের একেবারে যে ন্যুনতম কর্তব্যগুলো সেগুলো তারা করতে দেবে না। ভয়ে আতঙ্কে অস্থির হয়ে তারা একদিকে ছাত্রদের গুলি করে মারছে অন্যদিকে সমস্ত জনগণের ওপরে ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। জনগণ এটা মানবে না।”
তিনি বলেন, “নৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে এই সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। আমরা মনে করি, এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত।”