“বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছে, যারা গোটা ১৫টা বছর ধরে এই ফ্যাসিবাদের শাসনামলকে বৈধতা দিয়ে গেছে। আজকের বুদ্ধিজীবী দিবসে আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”
Published : 14 Dec 2024, 11:53 AM
যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সেই ষড়যন্ত্রকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।
তিনি বলেন, “জুলাই এবং অগাস্টে যারা শহীদ হয়েছেন, তারা যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ে থাকবেন ততদিন পর্যন্ত আমাদের এই একতাবদ্ধতাকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারবে না।”
শনিবার সকাল সোয়া ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর আখতার হোসেন বলেন, “একাত্তরে যারা বাংলাদেশের পক্ষে কথা বলতে পারতেন বাংলাদেশকে গড়তে পারতেন তেমন পেশাজীবী, আইনজীবী, শিক্ষক, বুদ্ধিজীবীদের এই সময়টাতে হত্যা করা হয়েছিল।
“আপনারা দেখে থাকবেন আমরা এমন একটা বছরে আছি, দুই হাজার তরুণ ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। হত্যা করার পেছনে মোটিভ, তাতে বৈষম্যবিরোধী যে স্লোগান, সমতার যে স্লোগান, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে স্পিড, সেটাকে যেন দাবিয়ে রাখা যায়।”
আখতার বলেন, “এই প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা হত্যাযজ্ঞ, সবগুলোই করা হয় যারা প্রতিবাদী হয়ে ওঠে তাদেরকে লক্ষ্য করে। সেই জায়গা থেকে চব্বিশের ১৪ ডিসেম্বর আমাদের আরও বেশি গুরুত্ব বহন করে। আমরা মনে করি আমাদের একটা দীর্ঘ লড়াই আছে।
“বাংলাদেশের বুদ্ধিজীবী অঙ্গনে অনেকেই আছে, যারা গোটা ১৫টা বছর ধরে এই ফ্যাসিবাদের শাসনামলকে বৈধতা দিয়ে গেছে। আজকের বুদ্ধিজীবী দিবসে আমরা তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”