নববর্ষের প্রথম দিনে দুই ছাত্রীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
Published : 16 Apr 2013, 04:43 PM
তারা হলেন- দর্শন বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র তানভীর হাসান খান ও অর্থনীতি বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র শাকিল মাহমুদ শাওন।
মঙ্গলবার সংগঠনটির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তবে যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই সুবল দেবনাথ আকাশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার উল্লেখ নেই বিবৃতিতে।
এতে বলা, ১৪ এপ্রিল ক্যাম্পাসে ছাত্রীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ আসায় সার্বিক দিক বিবেচনা করে বিচার কাজ বাধাগ্রস্ত না করতে তানভীর হাসান খান ও শাকিল মাহমুদ শাওনকে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হল।
ছাত্রীদের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজিব আহমেদ।
পহেলা বৈশাখ উদযাপনের দিন বেলা ১১টার দিকে কামালউদ্দিন হলের শিক্ষার্থীদের নববর্ষের শোভাযাত্রা থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের দুই ছাত্রীর গায়ে রং দেয়া হয়।
এর প্রতিবাদ জানালে সুবল তার সহযোগীদের নিয়ে দুই ছাত্রীকে চড়-থাপ্পড় মারে ও পোশাক ধরে টানাটানি করে বলে অভিযোগ উঠেছে।
এর বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা সোমবার বিক্ষোভ করলে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।