দুই টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সাঈদীর অভিযোগ

তানিম আহমেদবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2013, 05:55 AM
Updated : 7 Jan 2013, 06:14 AM

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও এটিএন নিউজের বিরুদ্ধে বিচার বিঘ্নিত করার অভিযোগ করেছেন যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।

আগামী বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার ট্রাইব্যুনালে জমা দেয়া এ আবেদনে বলা হয়, সাঈদীর মামলাটি বিচারাধীন অবস্থায় থাকলেও ওই দুটি টেলিভিশন সম্প্রতি পিরোজপুরে গিয়ে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে প্রতিবেদন তৈরি করে প্রচার করেছে।

ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে প্রতিবেদন প্রচার করে বিটিভি ও এটিএন নিউজ বিচার কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে উল্লেখ করে আদালত অবমাননার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এই আবেদন করেছেন সাঈদীর আইনজীবীরা।

এর আগে সাঈদী মামলার কার্যক্রম নতুন করে শুরুর আবেদন করলে গত ৩ জানুয়ারি তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল।

তবে বিচার কার্যক্রম শেষে রায়ের অপেক্ষায় থাকা এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক আবার শোনারে জন্য তারিখ দিয়েছে ট্রাইব্যুনাল।