জাতীয় পার্টি এখন আওয়ামী লীগ-বিএনপির চেয়ে বেশি গ্রহণযোগ্য: চুন্নু

আওয়ামী লীগ ও বিএনপি জনআস্থা হারিয়েছে দাবি করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ এখন তার দলকে চায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2022, 06:32 PM
Updated : 25 May 2022, 06:32 PM

মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

বুধবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় তিনি একথা বলেন বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুন্নু বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের আস্থা হারিয়েছে। দেশের মানুষ এখন আর দল দুটিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আওয়ামী লীগ ও বিএনপির চেয়ে সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি বেশি গ্রহণযোগ্য।”

আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা ধরে এগোচ্ছে বলেও জানান তিনি।

“জাতীয় পার্টি কারও জোটে নেই, কারও জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি। আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। তিনশ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।”

১১৬ জন আলেমের বিরুদ্ধে দুদকে যে ‘গণকমিশন’ অভিযোগ দিয়েছে, সেই কমিশনের আয়-ব্যায়ের অনুসন্ধানের দাবিও জানান জাতীয় পার্টির মহাসচিব।