টাঙ্গাইল-৭ উপ নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেলেন শুভ

একাব্বর হোসেনের মৃত্যুতে শূন্য হওয়া টাঙ্গাইল-৭ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইনডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2021, 03:45 PM
Updated : 3 Dec 2021, 03:45 PM

শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় এ আসনের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মনোনয়ন বোর্ডের সদস্য জাহাঙ্গীর কবির নানক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মির্জাপুর আসনের নৌকার প্রার্থী খান আহমেদ শুভ। আজকের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।”

খান আহমেদ শুভর বাবা ফজলুর রহমান খান ফারুক ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসনেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ আসনের চারবারের এমপি একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বীর মুক্তিযোদ্ধা একাব্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

তার মৃত্যুতে শূন্য এ আসনে আগামী ১৬ জানুয়ারি ভোটের দিন রেখে গত মঙ্গলবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন