নাশকতা: বিএনপির নিপুণ রায় রিমান্ডে

‘নাশকতার ষড়যন্ত্রের’ অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার বিএনপি নেতা নিপুণ রায়কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2021, 12:24 PM
Updated : 29 March 2021, 12:24 PM

রাজধানীর হাজারীবাগ থানার মামলায় সাত দিনের হেফাজত চাওয়া হলেও ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত তিন দিন মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং দক্ষিণ কেরানীগঞ্জ শাখার সভাপতি আইনজীবী নিপুণকে রায়েরবাজারের বাসা থেকে রোববার বিকাল ৪টায় গ্রেপ্তার করে র‌্যাব।

আরমান নামে গ্রেপ্তার কেরানীগঞ্জের এক বিএনপি নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান।

আশিক বিল্লাহ বলেন, হেফাজতে ইসলাম হরতাল ডাকার পর আরমানকে ‘বাসে আগুন দিতে’ বলেছিলেন নিপুণ।

তার আগেই পরিবারের বরাত দিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছিলেন, ‘সাদা পোশাকের পুলিশ’ নিপুণকে বিকালে বাসা থেকে আটক করে নিয়ে গেছে।

তবে পুলিশ কর্মকর্তারা সে সময় এ বিষয়ে কোনো কথা বলেননি। পরে সন্ধ্যায় র‌্যাব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।