রিজভী করোনাভাইরাসে আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2021, 06:30 PM
Updated : 17 March 2021, 06:30 PM

তিনি মোহাম্মদপুরের বাসার একটি কক্ষে ‘আইসোলেশনে’ রয়েছেন বলে বুধবার তার একান্ত সহকারি আরিফুর রহমান তুষার জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে স্যারের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।”

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন রিজভী। করোনাভাইরাস পরীক্ষার করতে নমুনা দিয়েছিলেন শান্তিনগরে পপুলার ডায়োগনস্টিক সেন্টারে। সেখান থেকে বুধবার দুপুরে পরীক্ষার ফল আসে।

তুষার বলেন, রিজভীর জ্বর ১০০-১০১ ডিগ্রিতে উঠানামা করছে। খাওয়ার রুচি নাই। চিকিৎসকদের পরামর্শেই তিনি বাসায় বাসায় আছেন।

রুহুল কবির রিজভী প্রতিদিনই জ্বর নিয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন। গত দুই দিন ধরে তিনি দলের উদ্যোগে নয়া পল্টনের কার্যালয়ের নিচ তলায় দোয়া মাহফিলেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

কয়েক মাস আগে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকুও আক্রান্ত হন। পরে তারা সেরেও ওঠেন।