নরসিংদীতে ৪ কেন্দ্রে ভোট স্থগিত, মাধবদীতে নৌকার জয়

গোলযোগের কারণে নরসিংদীর পৌরসভার চারটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ফল আটকে গেছে। অন্যদিকে মাধবদী পৌরসভায় মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোশারফ হোসেন প্রধান মানিক।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2021, 03:57 PM
Updated : 14 Feb 2021, 03:57 PM

দেশজুড়ে পৌর নির্বাচনের চতুর্থ ধাপে রোববার ৫৫টি পৌরসভার মতো নরসিংদী ও মাধবদী পৌরসভায় ভোটগ্রহণ হয়।

মোশারফ হোসেন প্রধান মানিক।

ইভিএমে অনুষ্ঠিত মাধবদীতে নৌকার প্রার্থী মানিক ১৭ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪২৪ ভোট।

তবে ভোটগ্রহণের মাঝপথে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন আনোয়ার।

নরসিংদী পৌরসভার ৪০ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের কারণে। ৪ নম্বর ওয়ার্ডের ১টি এবং ৮ নম্বর ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।

স্থগিত কেন্দ্রগুলোর মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩৭টি। যে কারণে মেয়র পদে ফল ঘোষণা হয়নি।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ্ উদ্দিন সাংবাদিকদের বলেছেন, স্থগিত কেন্দ্রগুলোতে পুনরায় ভোট হবে।

যেসব কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে, তাতে দেখা যায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু নৌকা প্রতীকে ১৮ হাজার ৫৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার চেয়ে ৬৯৪ ভোট কম পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস.এম কাইয়ূম। সাবেক এই ছাত্রলীগ নেতা পেয়েছেন ১৭ হাজার ৩৬৫ ভোট।

ঘোষিত কেন্দ্রগুলোতে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ পেয়েছেন ৯ হাজার ৬৩০ ভোট।