ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ফয়েজ-দীপক

সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 02:00 PM
Updated : 23 Nov 2020, 10:42 AM

নতুন কমিটির সভাপতি হয়েছেন ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক হয়েছেন দীপক শীল। এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া সেতু।

সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ৪১ সদস্যের নতুন কমিটি নির্বাচিত হয় বলে রোববার ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নতুন সভাপতি ফয়েজ এর আগে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। তিনি খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক দীপক এর আগে সংগঠনটির সহ-সভাপতি ও ঢাকা মহানগর সংসদের সভাপতি ছিলেন। তিনি সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী ছিলেন।

সাংগঠনিক সম্পাদক সুমাইয়া গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থী। তিনি এর আগে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নজির আমিন চৌধুরী জয়, জয় রায়, ফয়জুর মেহেদী, কে এম মুত্তাকি, সরোজ কান্তি,অনন্য ঈদ ই আমিন, ধীষণ প্রদীপ চাকমা এবং সহকারী সাধারণ সম্পাদক পদে তামজিদ হায়দার চঞ্চল, মিখা পিরেগু ও খাইরুল হাসান জাহিন নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে শামীম হোসেন, দপ্তর সম্পাদক পদে মাহির শাহরিয়ার রেজা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মীম আরাফাত মানব, স্কুলছাত্র বিষয়ক সম্পাদক পদে প্রিতম ফকির, বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ঐশ্বর্য আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে বিএম জোবায়ের প্রধান, সাংস্কৃতিক সম্পাদক পদে আসমানী আশা, ক্রীড়া সম্পাদক পদে দিদারুল ইসলাম শিশির ও সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মুনিরা দিলশাদ ইলা নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য পদে সদ্য সাবেক সভাপতি মেহেদী হাসান নোবেল ও সাধারণ সম্পাদক অনিক রায়ের পাশাপাশি রয়েছেন এবি তাহসিন, জিকে সাদিক, সাদ্দাম হোসাইন, গৌরচাঁদ ঠাকুর অপু, এনি সেন, আবু সালেহ মোহাম্মদ সিহাব, শামীম আহসান, সৌরভ সম্মাদার, প্রান্ত রনি, রথীন্দ্রনাথ বাপ্পী, পিনাক দেব, আবু বকর সিদ্দিক, প্রণব কুমার দেব, আবরার নাদিম ইতু, পার্থ প্রতিম সরকার, অপু সাহা, মাহির শাহরিয়ার রেজা।

গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের দুই দিনব্যাপী ৪০তম জাতীয় সম্মেলন শুরু হয়েছিল।

উদ্বোধন অনুষ্ঠানের পর সারাদেশ থেকে আসা প্রতিনিধি-পর্যবেক্ষকরা বসেন কাউন্সিল অধিবেশনে।

রোববার বিকেলে পুরানা পল্টনের মনি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে কাউন্সিল অধিবেশন শেষে নতুন কমিটির নেতারা মতিউল-কাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।