কামাল ইবনে ইউসুফ করোনাভাইরাস আক্রান্ত

বিএনপি নেতা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 01:36 PM
Updated : 22 Nov 2020, 01:36 PM

চৌধুরী কামাল ইবনে ইউসুফ

তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হলে গত বৃহস্পতিবার তাকে হাসপাতালটিতে ভর্তি করা হয়।

তার পরিবারের সদস্যরা জানান, শনিবার নমুনা পরীক্ষার পর তার করোনাভাইরাস পজিটিভ আসে। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ১৯৯১ সালে খালেদা জিয়ার সরকারে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। ২০০১ সালের সরকারে তিনি দুরোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ছিলেন।

কামাল ইবনে ইউসুফ ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য।