পাবনা-২: বিএনপি দুজনের মনোনয়ন ফরম সংগ্রহ

পাবনা-৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দুজন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2020, 12:22 PM
Updated : 30 August 2020, 12:22 PM

তারা হলেন পাবনা জেলা বিএনপির আহবায়ক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব এবং শ্রমিক দল নেতা মো. আহসান হাবিব।

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রোববার থেকে মনোনয়ন ফরম ফরম বিক্রি শুরু হয়। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

সোমবার দুপুর ২টার মধ্যে মনোনয়প্রত্যাশীদের ২৫ হাজার জামানতসহ ফরম জমা দিতে হবে।

রোববার বিকালে হাবিব দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাছ থেকে ফরম সংগ্রহ করেন।

রিজভী জানান, রোববার বিকাল ৫টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে পাবনা-৪ আসনের প্রার্থীদের সাক্ষাৎকার হবে।

সাংবাদিকদের কাছে রিজভী বলেন, “আপনারা জানেন, আমরা গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য যেমন আন্দোলন-সংগ্রামে রাজপথে আছি। আমরা জানি এই নির্বাচনের পরিণতি কী হয় জেনেও গণতন্ত্র প্রসারণের জন্য আমার নির্বাচন অংশগ্রহণ করেছি।

‘আন্দোলনের অংশ হিসেবে’ এই উপ-নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, বলেন রিজভী।

হাবিব আশা প্রকাশ করেন, পাবনা-৪ উপনির্বাচনে সুষ্ঠু হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন।

গত ২ এপ্রিল আওয়ামী লীগের সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এই আসনটি শূন্য হয়।