স্বাস্থ্যে দুর্নীতি রোধে জাতীয় কমিটি গঠনের দাবি গণফোরামের

স্বাস্থ্যখাতে দুর্নীতি রোধে সৎ-দক্ষ বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে গণফোরাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 01:41 PM
Updated : 25 June 2020, 01:41 PM

বৃহস্পতিবারে গণফোরাম সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া এক যুক্ত বিবৃতিতে এই দাবি জানান।

করোনাভাইরাস মহামারীতে দেশের পরিস্থিতি তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “করোনা আক্রান্তদের পরীক্ষার জন্য ল্যাব, অক্সিজেন, ভেন্টিলেটরসহ হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যার ব্যবস্থা করতে হবে। চিকিৎসা নিতে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

“রেড জোনে মানুষের খাদ্য, চিকিৎসা, ঔষধসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সরবারহ নিশ্চিত করতে হবে।”

করোনাভাইরাস সংক্রমন থেকে মানুষের জীবন রক্ষায় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুততার সাথে গ্রহণেরও দাবি জানান গণফোরামের শীর্ষ নেতৃত্ব।