লাইফসাপোর্টে থাকা জাফরুলকে দেখতে হাসপাতালে ফখরুল

ঢাকার এ্যাপেলো হাসপাতালে লাইফসাপোর্টে থাকা দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য শ্রমিক দলের সাবেক সভাপতি জাফরুল হাসানকে দেখে এলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 06:11 PM
Updated : 15 March 2020, 06:11 PM

ক্যান্সারে আক্রান্ত দীর্ঘদিন ধরে চিকিৎসার মধ্যে ছিলেন জাফরুল। কয়েকদিন আগে তাকে লাইফসাপোর্ট নেওয়া হয়।

রোববার সকালে বিএনপি মহাসচিব এ্যাপেলো হাসপাতালে জাফরুল হাসানকে দেখতে যান। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে তার সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নেন।

মহাসচিব হাসপাতালে জাফরুল হাসানের স্ত্রী শেফালী হাসান, ছোট নাসরিন হাসানের সঙ্গেও কথা বলেন।

এদিকে বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাফরুল হাসানের আরোগ্য কামনায় দোয়া মাহফিল হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের নির্বাহী সভাপতি সালাহউদ্দিন, সরকার শ্রমিক দলের মহিউদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, হুমায়ুন কবির খানসহ শ্রমিক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

নজরুল ইসলাম খান বলেন, “এই মানুষটার জন্য আমাদের মন খুলে দোয়া করা দরকার। অন্য যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করবেন, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ তার জন্য দোয়া করবেন।”