ঢাকাকে ‘মানুষের শহরে’ পরিণত করা জরুরি: রুবেল

ঢাকা উত্তর সিটি করপোরেশনে সিপিবির মেয়র প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল বলেছেন, ঘুষ, দুর্নীতি থেকে উত্তরণ ঘটিয়ে ঢাকাকে ‘মানুষের শহরে’ পরিণত করা জরুরি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Jan 2020, 04:30 PM
Updated : 25 Jan 2020, 04:33 PM

শনিবার বিকেলে শ্যামলী সিনেমা হলের সামনে পথসভায় তিনি একথা বলেন বলে সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পথসভায় ডা. রুবেল বলেন, “ঢাকা শহর পৃথিবীর দূষিত নগরীর অন্যতম। ক্ষমতাসীনরা ঢাকাকে অট্টালিকায় ঢেকে ফেলছে, কিন্তু বাসযোগ্য করছে না। উন্নয়নের মূল কথাই হল মানুষের সুখানুভূতি। কিন্তু এ শহরের ৭২ ভাগ মানুষ নিজেকে অসুখী মনে করে।

“জীবনের নিরাপত্তা নাই এ শহরে, মানুষ এখনও রাস্তায় ঘুমায়, লক্ষ লক্ষ মানুষ বেকার, ভেজাল খাদ্যে সয়লাব বাজার আর ঘুষ, দুর্নীতির রাজধানী ঢাকা।

“তাই  এ শহরকে মানুষের শহরে পরিণত করা জরুরি।”

পথসভায় বক্তব্য রাখেন সিপিবি সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা আশরাফ হোসেন আশু, মাকসুদা আক্তার, সিপিবি ঢাকা কমিটির সম্পাদক জাহিদ হোসেন খানসহ আরও অনেকে।

সকাল ১০টায় ভাসানটেক বস্তিতে গণসংযোগ শুরু করেন ডা. সাজেদুল হক রুবেল। এ সময় রুবেলের সঙ্গে ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা এমদাদুল হক মিল্লাত, আসলাম খান, সিপিবি কাফরুল থানার নেতা শহীদুল ইসলাম, আলী কাওসার মামুন।