ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশ ফখরুলের

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2019, 03:56 PM
Updated : 10 Nov 2019, 03:56 PM

প্রবল এই ঘূর্ণিঝড়ে উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর রোববার বিকালে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

ফখরুল বলেন, “বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে দ্রুত উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর আমি আহ্বান জানাচ্ছি।”

চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতায় সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “ঘূর্ণিঝড়ে আহতদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের বাসস্থান নির্মাণসহ ত্রান সামগ্রি বিতরণের জন্য দেশের বিত্তবানসহ সংশ্লিষ্টদের প্রতিও আমি আহ্বান জানাচ্ছি।”

ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে প্রাণহানি ও মানুষজনের বাড়ি-ঘরসহ ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেন ফখরুল।

তিনি বলেন, “এদেশের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে টিকে থেকেছে। যুগ যুগ ধরে এদেশের কষ্টসহিষ্ণু মানুষ প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে নতুন করে সামনের দিকে এগিয়ে গেছে।

“আমি বিশ্বাস করি, সংশ্লিষ্ট অঞ্চলের দুর্যোগ কবলিত মানুষ ব্যথা-বেদনা, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে।”