সম্মেলনের জন্য আওয়ামী লীগের ১২ উপকমিটি

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতির জন্য ১২টি উপকমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 03:42 PM
Updated : 18 Sept 2019, 03:42 PM

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, “২০ তারিখ বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন উদ্বোধন হবে। পরদিন ২১ তারিখ পর্যন্ত কাউন্সিল অধিবেশন চলবে। আগামী শনিবার থেকে জেলা-বিভাগগুলোতে বর্ধিত সভার মধ্যে দিয়ে সম্মেলনের প্রস্তুতি শুরু হবে।”

বিভিন্ন শাখার মেয়াদোত্তীর্ণ কমিটির বিষয়ে তিনি বলেন, “যারা বিভাগীয় পর্যায়ে সমন্বয় করছে, তারা প্রায়োরিটি বেসিসে সেসব ইউনিটে সম্মেলনের দিন-তারিখ ঠিক করবেন।

“১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শেষের সার্কুলার ইতোমধ্যে আমরা জেলায় পাঠিয়ে দিয়েছি।"

তিন বছরে যা হয়নি, তা তিন মাসে সম্ভব কি না- সাংবাদিকদের এই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “তিন বছরে অনেক কমিটি হয়েছে, এ সময়ে যেগুলোর কাউন্সিল অনেক আগে হয়েছিল।

“আমরা কুমিল্লা সিটি করপোরেশনের কমিটি ২২ বছর পরে দিয়েছি, নারায়ণগঞ্জের কমিটি ১৭ বছর পর দিয়েছি, ময়মনসিংহের কমিটিও হয়েছে অনেক দিন পরে। আওয়ামী লীগ ইচ্ছে করলে পারে। আমাদের টিম ওয়ার্ক আছে।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয় তিন বছর পর পর। ২০১৬ সালের ২৩ অক্টোবর সর্বশেষ সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা অষ্টমবারের মতো পুনঃনির্বাচিত হন। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নতুন মুখ এসেছিলেন ওবায়দুল কাদের।

সে হিসাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মেয়াদ পূরণের দুই মাসের মাথায় এবারের সম্মেলন হচ্ছে।