রংপুর- ৩ উপনির্বাচন:  বিএনপির মনোনয়ন ফরম বিক্রি বৃহস্পতিবার

এইচএম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের জন্য বৃহস্পতিবার ফরম বিক্রি  করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 07:44 AM
Updated : 3 Sept 2019, 07:44 AM

মঙ্গলবার সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান।

তিনি বলেন, রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকায় ফরম সংগ্রহ করতে পারবেন।

“৬ সেপ্টেম্বর আবেদন ফরম জমা দেওয়ার সময়ে ২৫ হাজার টাকা দিতে হবে। ৭ সেপ্টেম্বর দলের স্থায়ী কমিটি অর্থাৎ মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।”

আগামী ৫ অক্টোবর রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহন হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ৯ সেপ্টেম্বর, বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর।

একাদশ নির্বাচনে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুর পর এই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা আছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা  আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এসময় উপস্থিত ছিলেন।