রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারলে পদত্যাগ করুন: মওদুদ

রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত পাঠাতে না পারলে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 06:19 PM
Updated : 20 July 2019, 06:21 PM

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে মওদুদ বলেন, “এখন ১১ লাখ রোহিঙ্গা এদেশে আছে। কেন আছে? এই সংকট সৃষ্টির দায় সরকারের।

“তাদের ব্যর্থতার কারণে এই ইস্যুতে বিশ্বপরিমণ্ডলে আমরা এখন সম্পূর্ণ একা। কেউ সাথে নেই। রোহিঙ্গারা আর তাদের দেশে ফিরছে না। বরং রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের জন্য সরকার নানা ব্যবস্থা করছে।”

মওদুদ আহমদ বলেন, “আপনারা যারা চট্টগ্রামের মানুষ তারা ভালো করেই জানেন কী অবস্থা। তারা (রোহিঙ্গা) এ সমাজে অপরাধ ছড়াবে। এর তীব্র প্রতিবাদ জানাই।

“দাবি জানাই অবিলম্বে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করুক। না হলে পদত্যাগ করুক ব্যর্থতা নিয়ে। তারা পারে নাই। নতুনভাবে নির্বাচন হয়ে নতুন সরকার আসুক।”

বর্তমান সরকার পুলিশকে ‘রাজনৈতিক দল দমনে’ ব্যবহার করছে অভিযোগ করে মওদুদ আহমদ বলেন, “পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে অপরাধ দমনে নয়, রাজনৈতিক দলকে দমন করতে।

“সরকারের উচিত রাজনৈতিক দলকে দমন না করে পুলিশকে সামাজিক অপরাধ দমনে ব্যবহার করা।”

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।