২০ আসন ধরে প্রস্তুতি জামায়াতের

স্বতন্ত্র প্রার্থী হিসেবেই একাদশ নির্বাচনে অংশ নেবে নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামী; অন্তত ২০টি আসনে তাদের প্রার্থীদের ছাড় দিতে বিএনপির সমর্থনও চাইছে তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2018, 07:39 PM
Updated : 27 Nov 2018, 07:39 PM

বিএনপির মনোনয়ন প্রার্থীদের প্রত্যয়নপত্র দেওয়ার মধ্যে মঙ্গলবার জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।

২০ দলীয় জোট শরিকদের ৫০টির মতো আসন ছেড়ে দেওয় হবে বলে জানালেও জামায়াতের বিষয়ে কিছু বলেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির অন্য কোনো নেতাও এনিয়ে মুখ খোলেননি।

যুদ্ধাপরাধের বিচারের ফলে চাপে থাকা জামায়াত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে রয়েছে। বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্টে রয়েছে আরও পাঁচটি দল।

জামায়াতের মজলিশে শূরার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নিবন্ধন বাতিলের বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এই অবস্থায়  আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন অংশ নেব। তবে যেহেতু আমাদের প্রতীক দাঁড়ি পাল্লা পাবো না। সেজন্য আমাদের সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার।”

নবম সংসদে জামায়াতের দুজন নেতা বিএনপি জোটের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন।

নানা কারণে বিতর্কিত এই দলকে এবার বিএনপি ২০টি আসন ছাড়ছে বলে উভয় দলের একাধিক নেতার সাথে আলাপ করে জানা গেছে।

জামায়াত ঢাকা-১৫ আসনে নির্বাচন করতে চায়। সেখানে দলের একজন জ্যেষ্ঠ নেতাকে মনোনয়ন দেবে তারা।

এছাড়া সিরাজগঞ্জ-৪ আসনে রফিকুল ইসলাম খান, খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ, কুমিল্লা-১১ আসনে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, খুলনা-৫ আসনে মিয়া গোলাম পারোয়ার, সিলেট-৫ আসনে ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট-৬ আসনে হাবিবুর রহমান, ঠাকুরগাঁও-২ আসনে আবদুল হাকিম, দিনাজপুর-১ আসনে আবু হানিফ, দিনাজপুর-৬ আসনে আনোয়ারুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আজিজুল ইসলাম, লালমনিরহাট-১ আসনে আবু হেনা মো. এরশাদ হোসেন, রংপুর-৫ আসনে গোলাম রাব্বানী, কুড়িগ্রাম-৪ আসনে নুরুল আলম মুকুল, গাইবান্ধা- ১ আসনে মাজেদুর রহমান, গাইবান্ধা-৪ আসনে আবদুর রহিম সরকার, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৪ আসনে গাজী নজরুল ইসলামের নাম আলোচনায় রয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের দুই আসনেও জামায়াত প্রার্থী দেবে বলে জানা গেছে।

সর্বশেষ গত ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদ নির্বাচনে বিএনপি ২৫৯টি আসনে এককভাবে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়। ওই নির্বাচনে জোটের শরিক জামায়াতসহ শরিকদের ৪১টি আসন ছেড়ে দিয়েছিলো।